দেশের বাজারে আসবেনা রেডমি নোট ৭ প্রো

শাওমির সবথেকে জনপ্রিয় সিরিজ এবং বর্তমানে সাব ব্র্যান্ড রেডমি এর সবথেকে নতুন দুইটি ফোণ রেডমি নোট ৭ ও রেডমি নোট ৭ প্রো। বর্তমানে সারা বিশ্বের বাজারে পাওয়া বেস্ট ভ্যালু স্মার্টফোনের তালিকা করতে গেলে প্রথম আর দ্বিতীয় এই দুইটি স্থান দখল করে নিবে রেডমি নোট ৭ প্রো এবং রেডমি নোট ৭।  কিন্তু দুঃখজনক হলেও সত্য শাওমি রেডমি নোট ৭ প্রো এর দেশের বাজারে আসার সম্ভাবনা হয়তো নেই। শাওমির স্পিকার পারশন জন চ্যান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনই একটি বার্তা দিয়েছেন

শাওমি ঠিক কি জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনো যানা যায়নি। বেস্ট স্মার্টফোন ডিল নামে খ্যাত এই স্মার্টফোনটি ইতিমধ্যে বাংলাদেশের শাওমি ফ্যানদের মধ্যে দারুণ আকর্ষনীয় হিসাবেই বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে রেডমি নোট ৭ প্রো এর দাম ১৩৯৯৯ রুপিতে ৪ জিবি র‍্যামের ভ্যারিয়েন্ট এবং ১৬৯৯৯ রুপিতে ৬ জিবি র‍্যামের ভ্যারিয়েন্ট টি পাওয়া যাচ্ছে। রেডমি নোট ৭ প্রো নেপচুন ব্লু , নেবুলা রেড এবং স্পেস ব্ল্যাক এই তিনটি কালারে পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

KZ HD9 রিভিউ – সাধ্যের মধ্যে একটি ব্যালেন্সড ইয়ারফোন!

Next Post

Redmi Note 7 Pro – বেঞ্চমার্ক স্কোর ও পারফর্মেন্স!

Related Posts

আসছে গরীবের পিক্সেল

এখনকার স্মার্টফোন মার্কেটের বেশিরভাগটাই দখল করে রেখেছে মিডরেঞ্জ বা হাইয়ার মিডরেঞ্জের ডিভাইসগুলো। প্রায় প্রতিটি কোম্পানি এই বাজার ধরতে…
পড়ুন