১২ জিবি র‍্যাম ও ১০২৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের স্যামসাং এস১০+

স্যামসাং এর ১২ জিবি র‍্যামের ফোন

আর মাত্র কয়েকদিনের মধ্যেই স্যামসাং তাদের নতুন ফোন রিলিজ করতে যাচ্ছে। গালাক্সি আনপ্যাকড এ থাকবে তাদের নতুন গ্যালাক্সি এস সিরিজের ফোণ, স্মার্ট ওয়াচ সহ আরো দারুন সব চমক। ইতিমধ্যেই আমরা নানা লিক আর নিউজের মাধ্যমে জানতে পেরেছি স্যামসাং এস১০ এর ডিজাইন সহ নানা স্পেক।
তো সাম্প্রতি স্যামসাং ঘোষণা দিয়েছে তারা বানাচ্ছে ১২ জিবি র‍্যামের নতুন একটি ফোন, অবশ্যই যেটি হবে লিমিটেড এডিশনের জন্য। বর্তমানে শুধুমাত্র Lenovo Z5 Pro GT ই এক্মাত্র ১২ গিগাবাইট র‍্যামের ফোন। তবে স্যামসাং শুধু ১২ গিগাবাইট র‍্যাম দিয়েই ক্ষান্ত হচ্ছেনা, সাথে দিচ্ছে ১ টেরা বাইট UFS ইন্টার্নাল স্টোরেজ।

স্যামসাং এর ১২ জিবি র‍্যামের ফোন
স্যামসাং এর ১২ জিবি র‍্যামের ফোন হতে যাচ্ছে গ্যালাক্সি এস১০+

স্যামসাং তাদের গ্যালাক্সি এক্স১০ আনবে ৪ টি মডেলে। যথাক্রমে স্যামসাং গ্যালাক্সি এস১০, এস ১০+, এস১০ই এবং লিমিটেড এডিশ্ন এস১০+ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

আসছে শাওমির চারদিকেই বাকানো ডিসপ্লের ফোন

Next Post

Redmi Note 7 : যা কিছু নতুন রেডমি নোট ফোনে !

Related Posts

Motorola RAZR- নতুন কনসেপ্টে পুরাতনের ছোঁয়া।

অ্যান্ড্রয়েডের ঠিক আগ মুহূর্তে, জাভা নির্ভর অপারেটিং সিস্টেমের সময় বেস ভালভাবেই ফোল্ডিং ফোনগুলোর প্রচলন ছিল। তবে যুগের সাথে…
পড়ুন