ফোল্ডিং ফোন দিয়ে আবারও শাওমির চমক

ফোল্ডিং (ভাঁজ করা যায় এমন) ডিসপ্লে নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছে।

বেশ কিছুদিন আগে থেকে ফোল্ডিং ফোন নিয়েও জোর গুঞ্জন চলছিলো প্রযুক্তি দুনিয়ায়। আর এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলো স্যামসাং। অন্য কোম্পানিগুলোও কিন্তু বসে নেই। লেনোভো, হুয়ায়ুয়ের মত কোম্পানিও এটি নিয়ে কাজ করছে। সম্প্রতি এই বিষয়ে সবচেয়ে বড় চমক দিলো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। শাওমির সহ প্রতিষ্ঠাতা Lin Bin সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo তে একটি টিজার ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে তিনি একটি ফোল্ডিং স্মার্টফোন প্রদর্শন করেন। ভিডিওতে দেখা যায় ডিভাইসটি সাধারন ভাবে  ট্যাবলেট আকৃতির হলেও ডিভাইসটিকে দুই দিক থেকে বাকানো যায়, দুই দিক থেকে বাকালে ডিভাইসটি একটি সাধারন স্মার্টফোনের সমান হয়ে যায়। আজ অবধি যেসব ফোল্ডিং স্মার্টফোন দেখা গেছে তাদের মধ্যে এই ডিভাইসটি বেশি বাস্তবিক ও ব্যাবহারযোগ্য মনে হয়েছে।

শাওমি অবশ্য এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত কোন তথ্য দেয়নি, তারা শুধুমাত্র ডিভাইসটির একটি ইঞ্জিনিয়ারিং মডেল উপস্থাপন করেছে। মিঃ লিন বিন আরও যোগ করেনা, এই ফোন নিয়ে কাজ করতে গিয়ে তাদের অনেক প্রযুক্তিগত বাধা পার হতে হয়েছে। ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে তাদের কাজ করতে হয়েছে, বাকানো ডিসপ্লের জন্য সফটওয়্যার অপটিমাইজ করতে হয়েছে। শাওমি দাবী করেছে তারা এইসব বাধা ভালোভাবেই অতিক্রম করেছে।

এই মাসের শুরুতেই শাওমির এই ফোনটির তথ্য ফাঁস হয়েছিলো। এইটা বলাই যায় যে, এই ডিভাইসটি স্যামস্যাং, লেনোভো, রয়েলস এর মত কোম্পানি যারা ফোল্ডিং স্মার্টফোন নিয়ে কাজ করছে তাদের প্রতিযোগী হবে।

শাওমির এই ডিভাইসটি কবে বাজারজাত করা হবে বা এতে স্পেসিফিকেশন কি হবে তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি। তবে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ আমরা হয়তো আরো এই ধরনের আরো ডিভাইস দেখতে পাবো এবং খুব শীঘ্রই গ্রাহক পর্যায়েও আমরা ফোল্ডিং ফোন দেখতে পাবো এই আশা আমরা করতেই পারি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

দেশেই বানানো হবে মাদারবোর্ড

Next Post

Motorola এর নতুন ধামাকাঃ Moto G7, G7 Plus, G7 Power, G7 Play!

Related Posts

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ আসছে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে

সাম্প্রতিককালে গুগল সহ সকল আমেরিকান কোম্পানি হুয়াওয়ের পাশে থেকে সরে যাবার খবর তখনো কফির টেবিল ছেড়ে যায়নি আর…
পড়ুন