Mi Router 4C রিভিও ‌‌‌| গিভএওয়ে

বর্তমান রাউটার বাজারে শাওমির আগমন অনেকদিন আগে । শাওমির রাউটারগুলোর মুলত ইউজারকে এমন সব সুবিধা অফার করে যেগুলো অন্য রাউটার গুলো থেকে পাওয়ার চিন্তাও করতে পারেন না। যেকোন যায়গা থেকে নিয়ন্ত্রন, ইউজার মনিটর সহ অনেক কিছুক করতে পারেন হাতের মুটোয় থেকেই । তো আজকে আলোচনা করব শাওমি রাওটার নিয়ে , আর হ্যা এই রিভিও মন দিয়ে পড়ে জিতে নিতে পারেন একটা শাওমি রাউটার ৪সি গ্লোবাল ভার্সন। তো শুরু করা যাক ?

কি কি আছে এতে?

শাওমি রাওটার ৪সি তে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেকের MT7628DA । যা মূলত একটি নেটওয়ার্কিং প্রসেসর । র‍্যাম হিসাবে আছে ৬৪ মেগাবাইটের DDR2 র‍্যাম । আগের মি রাউটার ৩সি তেও ৬৪ মেগাবাইটের র‍্যাম ছিল আর ৩সি তে ১০ টার মতো ডিভাইস কানেক্ট হলেই ঝামেলা করত । এইটাতেও প্রায় সেইম ইস্যু দেখেছি। ৩০০ মেগাবিট স্পীডের এই রাউটার ডুয়েল ব্যান্ড সাপোর্ট করেনা। শুধু মাত্র 2.4 Ghz পাবেন এতে। হার্ডওয়্যার সেকশনের কথা বললে এতে পাবেন দুইটি 10/100 Mbs এর ল্যান পোর্ট। ১০ কিংবা ১০০  এইটা এডাপ্টিভ । নিচের দিকে পাবেন একটা ফ্যাক্টরি রিসেট বাটন , এইটায় কলম দিয়ে গুতা মেরে রাউটার রিসেট দিতে পারবেন।  সামনের দিকে আছে একটা বাত্তি। এই বাত্তি প্রয়োজন অনুসারে কমলা, নীল ও বেগুনি রং ধারন করতে পারে :p

এই রাউটার ৩০০ Mbs এর হলেও, এর মেইন জিনিষ, মানে LAN পোর্ট ১০০ মেগাবিট এর। এখন হয়তো আপনি ভাবছেন ১০০ মেগাবিট এর ল্যান পোর্টে ৩০০ মেগার WiFi স্পীড দিল ক্যান। ভাল কথা, এই জিনিষ আমাকে না বলে শাওমিকে বলেন -_- ।

অপারেটিং সিস্টেমঃ

শাওমি রাউটারের জনপ্রিয়তার মূল কারন এর অপারেটিং সিস্টেম । OpenWRT কে কাস্টমাইজ করে ফালতু একটা UI বানালেও ওদের App টা বেশ কাজের।

শাওমি রাউটার এ্যাপ

এই এ্যাপ দিয়ে আপনি ইন্টারনেট স্পীড দেখা, কারো স্পীড কামানো বাড়ানো, কে কতটুক ইন্টারনেট স্পীড ব্যবহার করছেন সব দেখতে পারবেন।

খারাপ কি কিঃ

বরাবরের মতো শাওমি রাউটার গুলো তাদের রেন্জ ইস্যু কাটিয়ে উঠতে পারেনি। এই রাউটারেও মাত্র ৬৪ মেগাবাইট RAM ব্যবহার করায় ১০-১২ জন কানেন্ট হলেই রাউটার এর অবস্থা খারাপ হয়ে যায় । স্পেশালি PUBG যারা খেলে তাদের তো রাহি ত্রাহি অবস্থা। পাবজি পিং বেড়ে ৯০০+ হয়ে যায় । কানেক্টেড ইউজার রা ইন্টারনেট ইউজ না করলেও এখই অবস্থা হয়। এই রাউটার পাশাপাশি দুই রুমে ব্যবহারের জন্য ভালই কিন্তু এর বেশি হলে পস্তাতে হবে।

জিতবেন কিভাবে???
শাওমি ইউজার কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপে চলছে এই রাউটারের giveaway । বিস্তারিত জানতে গ্রুপে যোগ দিন।
Link: Xiaomi Users Community Of Bangladesh

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

এলো কোয়ালকম এর নতুন বাচ্চা

Next Post

৫০০ থেকে ৬০০ টাকার ভেতরে সেরা ইয়ার ফোন

Related Posts