দারুন ডিজাইনে আসতে পারে Google Pixel 4

গুগলের এন্ড্রয়েড নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই টেক দুনিয়ায়। কি আসবে এন্ড্রয়েড ১০ বা কিউ তে তা যেন নিত্য দিনের চর্চার বিষয় হয়ে পড়েছে। আর সেই গুগলের নিজেদের এন্ড্রয়েড ফোন নিয়ে মাতামাতি হবেনা তা কি হয় ? সম্প্রতি বের হয়েছে গুগল পিক্সেল ৪ ও গুগল পিক্সেল ৪ এক্সএল এর কিছু রেন্ডারিং ছবি, তা দেখে বেশ মুগ্ধ টেক দুনিয়া।

এইবারের পিক্সেল তাদের ট্রেডিশন ভেঙ্গে নিয়ে আসবে হয়তো দুইটি ব্যাক ও দুইটি ফ্রন্ট ক্যমেরা। বলা বাহুল্য দুইটি ডুয়াল ক্যমেরা হয়তো শুধু গুগল পিক্সেল এক্স এল ভার্শনেই দেখা যাবে। অনেকটা স্যামসাং এস ১০ এর ফ্রন্ট ডিজাইনের মতো। পিক্সেল তাদের বিশাল নচ কিংবা বিশাল বেজেল ছেড়ে এই দিকে হাটাটা হয়তো অনেক পিক্সেল ইউজারদের নতুন করে পিক্সেলের প্রেমে ফেলবে। হ্যা, এইবার থাকতে পারে ফ্রন্ট প্যনেলে শুধুই ডিসপ্লে। মানে উপরে নিচেও কোন বেজেলের দেখা মিলছেনা এইবার।

উপরের ছবিতে ফিংগারপ্রিন্ট খুঁজছেন? হতাশ হবার কিছু নেই। ২০১৯ এর ট্রেন্ড অনুসারে গুগল ও হাটবে হয়তো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের দিকে। অনেকের কাছে এটা বেশ দারুন ফিচার অনেকের কাছে আবার অপরিপক্ষিত ও লাগবে এই জিনিষটা।

সবথেকে প্রথম এন্ড্রয়েড কিউ বা এন্ড্রয়েড ১০ পাওয়া এই ডিভাইস চালিত হবে স্ন্যাপড্রাগন ৮৫৫ দ্বারা তা বলাই বাহুল্য। রেন্ডার্ড ইমেজে কোথাও হেডফোণের জন্য ৩.৫ মিলিমিটারের জ্যাক আপনার মতো আমরাও খুজে পাইনি :p
আশা করা যাচ্ছে অক্টোবর ২০১৯ এর দিকে গুগল এনাউন্স করবে এই ডিভাইস। তবে যারা পিক্সেল লাভার তারা হয়তো একটি জিনিষ মিলাতে পারছেন নাহ । পেছনের ডুয়াল লেয়ার কালার ।
হ্যা এইবার হয়তো দারুন এই জিনিষটিকে বাদ দিয়ে দেবে গুগল। দেখা যাক কি হয়, সবটাই ভাই গুগলের মর্জি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

বাজারে আসছে Sony Xperia 1

Next Post

Poco F1 Lite শাওমির নতুন চমক!

Related Posts

আপনার স্মার্ট ফোনের ব্যাটারির সঠিক যত্ন নিচ্ছেন তো?আপনার ব্যাটারি আপনার উপর কতটুকু সন্তুষ্ট?

যারা নতুন ফোন কেনে তারা ব্যাটারি ব্যাকআপ কে বেশিই প্রাধান্য দিতে চায় বা বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এমন…
পড়ুন