গত ৯ এপ্রিল ২০১৮ তারিখে দেশে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করল ইউমিডিজি। গত কয়েকমাস ধরে তারা তাদের ফেসবুক পেজে প্রচারনা চালানোর পাশাপাশি বেশ কিছু ফ্যানবেসড প্রতিযোগিতার ও আয়োজন করেছিল। ইউমিডিজি দারাজ, কিকসা ও ইস্টোরের সাথে প্রিবুক শুরু করেছিল, যা আজ থেকে শিপমেন্ট করছে। ইউমিডিজি ইউরোপ, সাউথ-ইষ্ট এশিয়া, সাউথ এশিয়া, মিডল ইষ্ট এবং আফ্রিকাসহ প্রায় ২০টি দেশে উমি সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস রপ্তানি করে থাকে। বর্তমানে তাদের তালিকায় যুক্ত হল বাংলাদেশ। বাংলাদেশে তাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর Redgreen Corporation সারা বাংলাদেশে খুব শীগ্রী ইউমিডিজি ছড়িয়ে দেয়ার কাজ করে চলছে।
বাংলাদেশের বাজারে বর্তমানে ইউমিডিজি এস২ প্রো ও ক্রিস্টাল পাওয়া যাচ্ছে। আগামী মাসের শেষের দিকে ইউমিডীজি এ১ প্রো, ইউমিডীজি এস২ লাইট ও ইউমিডীজি জি২ প্রো বাজারে পাওয়া যাবে।

Related Posts
মোবাইল ইন্টারনেট স্পীডে উগান্ডারও পেছনে বাংলাদেশ
বর্তমানে ইন্টারনেট ছাড়া একটা দিন ও চিন্তা করা যায়না। দিন দিন আমাদের দেশে স্মার্টফোন ব্যবহারকাীদের সংখ্যা বাড়ছেই, তার…
আসছে গরীবের পিক্সেল
এখনকার স্মার্টফোন মার্কেটের বেশিরভাগটাই দখল করে রেখেছে মিডরেঞ্জ বা হাইয়ার মিডরেঞ্জের ডিভাইসগুলো। প্রায় প্রতিটি কোম্পানি এই বাজার ধরতে…
আবারো আটকে গেলো Samsung OneUI 4 এর পাবলিক রোলআাউট
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেনা স্যামসাং এর। মাত্র কিছুদিন আগে সকল বাগ কাটিয়ে তাদের OneUI 4.0 এর রিলিজ শুরু…
nice