এখনকার স্মার্টফোন মার্কেটের বেশিরভাগটাই দখল করে রেখেছে মিডরেঞ্জ বা হাইয়ার মিডরেঞ্জের ডিভাইসগুলো। প্রায় প্রতিটি কোম্পানি এই বাজার ধরতে তাদের নিজস্ব ভঙ্গিতে চেষ্টা চালাচ্ছে। এই খাতায় নাম লিখাতে যাচ্ছে গুগলও!
গুগলের এই নতুন সম্পর্কে জানা যায় গুগলের নিজস্ব ওয়েবসাইট থেকেই। তারা কিছুক্ষনের জন্য তাদের সাইটে “Pixel 3a” নামে একটি প্রোডাক্ট লাইভ করে (ইতিমধ্যে এটি সরিয়ে নিয়েছে তারা)। এটিই হতে যাচ্ছে রেগুলার পিক্সেল ফোনের লাইট ভার্শন।
রিউমার বলছে “Pixel 3a” এবং “Pixel 3a XL” নামে দুইটি ডিভাইস বাজারে ছাড়তে যাচ্ছে গুগল। দুইটি ডিভাইসেই থাকবে ১০ ন্যানোমিটার আর্কিটেকচারের স্ন্যাপড্রাগন ৬৭০ SOC, ১২ মেগাপিক্সেলের সিঙ্গেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফুল এইচডি রেজুলেশনের ওলেড ডিসপ্লে ব্যাবহার করা হবে দুইটি ফোনেই। ডিজাইনের দিক থেকেও তারা রেগুলার পিক্সেলের ট্রেন্ড ই ধরে রাখতে পারে। আরো চমৎকার ব্যাপার হচ্ছে দুইটি ফোনেই হ্যাডফোন জ্যাক থাকতে পারে।
৪ জিবি র্যাম থাকা ডিভাইসের বেইজ ভেরিয়েন্ট এর দাম শুরু হতে পারে ৪৫০ ডলার থেকে।