গতকাল থেকে দেশের মোবাইল ফোন ইউজারদের IMEI BTRC এর ডাটাবেসে আছে কিনা সেটা জানার জন্য sms দিয়ে জানার সিস্টেম চালু হয়েছিল।
কিন্তু গতকাল থেকে এই নিউজ লেখা পর্যন্ত ব্যবহারকারীরা বলছেন IMEI নাম্বারের মাঝে স্পেস দিলেই প্রতি উত্তরে জানানো হচ্ছে যে তাদের ফোনটি ডাটাবেজে আছে।
KYD <Space> 66 <Space> এখানে যা ইচ্ছে লিখুন, <space> 11
তার প্রতি উত্তরে জানানো হবে যে আপনার IMEI ডাটাবেজে আছে।
যদিও স্বাভাবিক ভাবে এই IMEI যখন ভেরিফিকেশন করা হয় তখন আগেই যাচাই করে নেয়া উচিত যে ব্যবহারকারি যে নাম্বারটি পাঠিয়েছেন সেটি ১৫ সংখ্যার Integers কি নাহ।
কিন্তু ইউজাররা ১৬০০২ নাম্বারে যেকোন কিছু লিখে মেসেজ করলেই রিপ্লে দেয়া হচ্ছে যে তার IMEI ডাটাবেজে আছে।
স্পেস দিয়ে ১৫ ডিজিটের যে কোন নাম্বার দিলেও ডিভাইস টি ডাটাবেজে পাওয়া গেছে বলছে।
মানুষ যা ইচ্ছে তাই লিখলেও ডাটাবেসে আছে দেখাচ্ছে এখন :p