সিমব্যাড ম্যালওয়্যারে আক্রান্ত ১৫ কোটি এন্ড্রয়েড ইউজার | দেখে নিন আক্রান্ত এ্যাপের তালিকা

সিমব্যাড ম্যালওয়ার আক্রান্ত করেছে ১৫ কোটি গুগল প্লে ইউজারকে। এই নতুন ম্যালওয়ার ধরা পড়েছে সম্প্রতি চেক পয়েন্ট রিসার্চ টিমের কাছে। তাদের মতে মূলত সিমুলেশন টাইপ গেম গুলোই এই ম্যালওয়ার বহন করছে। ব্যবহারকারীর সন্দেহ এড়াতে এই এপ গুলো বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইউজারকে বুঝতে দিতোনা। তারা জানিয়েছেন এই “খারাপ কোড”টি মূলত SDK এর ভেতরে লুকানো থাকে বলে এটাকে খুজে পাওয়া বেশ কষ্টসাধ্য।

সিমব্যাড ম্যালোয়ার কিভাবে কাজ করে

সিমব্যাড ম্যালওয়্যার কিভাবে কাজ করে ?

যেহেতু এইটি মুলতো বিজ্ঞাপন, তাই ইউজার যদি কোনভাবে এই বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে এটি ইউজারকে নিয়ে যায় এমন একটি সাইটে যেটিতে একসাথে ৩ বা ততোধিক রিডাইরেক্ট আছে। ফলে চাইলেও ব্যাক করা যায়না। আর এইসব ওয়েবসাইট ইউজারকে বাধ্য করে আরো খারাপ এ্যাপ প্লে স্টোর কিন্তু রিমোট সাইট থেকে ডাউনলোড করে ইন্সটল করতে। মাঝে মাঝে এই এড গুলো ইউজারকে লোভনীয় বিজ্ঞাপন দেখায় যেমন আপনি আইফোন জিতেছেন বা আপনি আজকের ভাগ্যবান বিজয়ী।
ইউজার ভুলে এইসব এডে ক্লিক করলেই ঘটে বিপত্তি।

কোন কোন এপ এই ম্যালওয়ারে আক্রান্ত?

এই ম্যালোয়ারে আক্রান্ত মূলত সিমুলেশন গেম গুলো হলেও, এর সাথে বেশ কিছু ছবি এডিটর, ওয়ালপেপার এপ আছে। আমরা আপনাদের জন্য এই ম্যালওয়ারে আক্রান্ত সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া ১০ টি এপের লিষ্ট করেছি। চলুন দেখে নেই আপনার ফোনে এই এ্যাপগুলো আছে কিনা।

  • Snow Heavy Excavator Simulator
  • Hoverboard Racing
  • Real Tractor Farming Simulator
  • Ambulance Rescue Driving
  • Heavy Mountain Bus Simulator 2018
  • Fire Truck Emergency Driver
  • Farming Tractor Real Harvest Simulator
  • Car Parking Challenge
  • Speed Boat Jet Ski Racing
  • Water Surfing Car Stunt

কিভাবে বুঝবেন আপনি এন্ড্রয়েডের এই ম্যালওয়ারে আক্রান্ত কি নাহ ?

দেখুন আপনি কোন নতুন এ্যাপ ইন্সটল করার পরে বের হয়ে গেলেও সেই এপ বিজ্ঞাপন দেখাচ্ছে কি নাহ।
খেয়াল রাখুন কোণ এপ বা গেইম বার বার বিজ্ঞাপন দেখাচ্ছে। যতই ইন্টারেস্টিং হোক নাহ কেন সেই গেম বা এপ এক্ষুনি ফোন থেকে মুছে ফেলুন। .
নিরাপদ থাকুন ইন্টারনেটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

শুরু হয়ে গেলো “কল অভ ডিউটি মোবাইল”এর প্রি রেজিস্ট্রেশন

Next Post

KZ HD9 রিভিউ – সাধ্যের মধ্যে একটি ব্যালেন্সড ইয়ারফোন!

Related Posts

কার্নেল ও এর কার্যক্রম – জানুন বিস্তারিত।

বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু কার্নেলের নাম শোনেননি এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। শুধু মাত্র স্মার্টফোন…
পড়ুন