আসসালামু আলাইকুম। এটি কমাদের নতুন সিরিজ যেখানে আমরা সকলের প্রশ্নের জবাব দিয়ে থাকবো।
গত রবিবার আমরা প্রথম পোস্ট করেছিলাম এ বিষয়ে। রেসপন্স কম ছিল। তারপরও চেষ্টা করব এই অল্প সংখ্যক প্রশ্নের সঠিক জবাব দিতে।
ব্যস্ততার কারণে উত্তরগুলো লিখতে একটু দেরি হয়ে গেল। যাই হোক। শুরু করা যাক।
আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল এটিঃ
শাওমি-এর নেটওয়ার্ক ব্যান্ড বরাবরই দুর্বল। এর কিছু কারণ আছে। তবে প্রধান এবং সকলের কাছে গ্রহণযোগ্য কারণটি হল অল্প দামে ভাল কিছু পাওয়া শাওমি থেকে। কথাটা একটু বুঝিয়ে বলি। আমরা বাজারে সকল ব্রান্ড থেকে বেস কম দামে একই স্পেক এর ডিভাই পাচ্ছি শাওমি থেকে। স্পেক একই হলেও এত কম দামে চলার মত একেবারে ভাল আবার একেবারে খারাপ ডিভাইসও শাওমি ব্যবহারকারিদের দিয়ে থাকেনা। আর এত কম দামে দিতে পারার পিছনে প্রাধান একটি কারণ হল এরা ডিভাইসের কিছু হার্ডওয়্যারে খুব ভাল কিছুও দেয় না। যার তালিকায় নেটওয়ার্ক ব্যান্ড একটি। যার জন্য প্রায়ই শাওমি ব্যবহারকারীরা নেটওয়ার্ক নিয়ে ঝামেলায় পড়ে।
তবে এলাকা ও সে এলাকায় কোনো সিম অপারেটরের ব্যবহারকারীর সংখ্যার ওপর ভিত্তি, কিংবা সঠিকভাবে নেটওয়ার্ক বন্টন এর ওপর ভিত্তি করেও অনেক সময় নেটওয়ার্ক সিগনাল এ সমস্যা করে থাকে।
দ্বিতীয় প্রশ্নঃ
আসলে এটার কোনো সমাধান নেই। কাস্টম ফন্ট ব্যবহার করতে হলে আপনাকে তৃতীয়পক্ষের সফটওয়্যার ব্যবহার করতেই হবে।
পূর্বে সরাসরি ফন্ট থিম ম্যানেজার থেকে ইম্পোর্ট করে ব্যবহার করা যেত। কিন্তু পরবর্তীতে সেট বন্ধ করে দেওয়া হয় কিছু সিকিউরিটি সমস্যা এর কারণে।
আর একটি সমাধান আছে। সেটা হল শাওমি এর একটি থিম ডিজাইনার একাউন্ট থাকতে হবে এবং তাদের থিম স্টোরে আপনার একটি থিম থাকতে হবে। এ পদ্ধতিতে কাস্টম ফন্টগুলো ব্যবহার করা যায়। আমি নিজে এ পদ্ধতিতে ব্যবহার করে থাকি। তবে সব সময় এই পদ্ধতি কাজে লাগেনা। ধরে নিতে পারেন এই পদ্ধতি কাজে লাগার সম্ভাবনা ৭০% ক্ষেত্রে।
ডিজাইনার একাউন্ট খোলার লিংকঃ https://designer.xiaomi.com/
বিদ্রঃ পরবর্তীতে শাওমি ডিজাইনার একাউন্ট কিভাবে খুলে এই নিয়ে একটি পোস্ট করা হবে।
তৃতীয় প্রশ্নঃ
Redmi Note 7 কিছুদিন হল বের হয়েছে। শাওমি এর পলিসি অনেকটা এমন যে ওরা প্রথমে ওদের রোম সফটওয়্যারের চায়না ভার্শনের দিকে ফোকাস করে। এর পর রোম সসফটওয়্যার স্টাবল পর্যায়ে ডেভেলপ হয়ে গেলে, গোবাল ভার্শন রোম এর দিকে নজর দেয়। সেই পরিপ্রেক্ষিতে বলা যায় Redmi Note 7 এর বেটা ভার্শন খুব দ্রুতই চলে আসবে। তবে একটু সময় ওরা নিবে।
আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবার ফিরব। ততক্ষণে “টাট”।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য: note 7 Indian tai nake onak problem?
কি ধরনের সমস্যা এর কথা আপনি শুনেছেন?