রাশিয়ান যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সতর্ক করেছেন যে, হোয়াটসএপ নিরাপত্তা ঝুঁকিতে আছে।
হোয়াটসএপের মাধ্যমে খুব সহজেই এর ব্যবহারকারী আক্রান্ত হতে পারেন স্পাইওয়্যারের মাধ্যমে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা একটি গত বুধবার তার ব্লগ পোস্টের টাইটেল দিয়ে পোস্ট করেন যেটি ছিল এমন “Why WhatsApp will never be secure.”
ফেসবুকের আওতাধীন মেসেঞ্জার এপ হোয়াটসএপ বেস জনপ্রিয় হলেও এর নিরাপত্তাহীনতার বিভিন্ন দিক নিয়ে পাভেল দুরভ তার পোস্টে আলোচনা করেন।
পাভেল দুরভের তৈরিকৃত টেলিগ্রাম এপটি এখন বেস জনপ্রিয় সকলের নিকট। প্রায় ২০০ মিলিওনের উইজার সমৃদ্ধ এই মেসেঞ্জার এপটির ২৪ ঘন্টায় অনলাইন ব্যবহারকারী ৩ মিলিয়ন।