আসসালামু আলাইকুম। এই পোস্টটি দেশী ড্রয়েড সাইটে আমার প্রথম পোস্ট। আশা করি নিয়মিত পোস্ট করে আপনাদের পাশে থাকাতে পারবো।
আমাদের আজকের বিষয় Pendrive boot করার প্রসেস। আর আপনি যদি আপনার পেন ড্রাইভ বা ফ্লাস ড্রাইভ boot করতে চান তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন।
আমরা খুব সহজ কয়েকটি ধাপে পেন ড্রাইভ বুট করতে পারি। চলুন শুরু করা যাক।
ধাপ ১: আমাদের একটি পেনড্রাইভ এর প্রয়োজন । এর জন্য আমাদের ন্যূনতম আট গিগাবাইট (8GB) পেনড্রাইভ দরকার হবে। আমাদের রুফাস নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতেঃ https://rufus.ie/
ধাপ ২ : তারপর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যেটি Download folder-এ পাবেন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি সরাসরি ব্যবহার করতে পারবেন । অ্যাপ্লিকেশনটিতে অনেকগুলো অপশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করা খুবই সহজ । আপনাকে প্রথমে পেন ড্রাইভ সিলেক্ট করতে হবে । এর জন্য “Device” সিলেকশন অপশন থেকে যে পেন ড্রাইভটি বুট করতে চান সেটি সিলেক্ট করুন।
ধাপ ৩ : এবার ISO ফাইলটি সিলেক্ট করার পালা।আপনার নিকট যদি Operating System (OS) এর ISO file না থাকে তাহলে Internet থেকে Download দিয়ে নিতে পারেন।
Windows OS ডাউনলোড করতেঃ https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO
Ubantu এর ডাউনলোড লিংকঃ https://www.ubuntu.com/download/desktop
ডাউনলোড হয়ে গেলে “Boot selection” অপশন থেকে OS এর ISO ফাইলটি সিলেক্ট করার জন্য Select অপশনে click করুন।
Select অপশনে click করার পর ISO file টি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে ঢুকে ফাইলটি Select করে Open-এ চাপুন।
ধাপ ৪ঃ এবার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ।আপনার Hard Disk Partition Scheme টি সিলেক্ট করতে হবে। আপনার HDD/SSD Partition Scheme MBR নাকি GPT সেটি জানতে আপনার Desktop এ গিয়ে-
My Computer > Right Click (Mouse key) > Manage
এর পর Storage এর DiskManagement এ Click করুন।
Hard Disk এর ওপর Right Click করে Properties এ Click করুন ।
আপনার সামনে একটি Window আসবে ওখান থেকে Volume এ Click করুন।
ওখানে Partition Style এ দেখতে পারবেন আপনার Partition Scheme কি MBR(Master Boot Record) না GPT(GUID Partition Table ও এর দ্বারা আপনার Target System নির্ধারিত হবে।)।
ধাপ ৫ঃ এখন File System ও Cluster Size (Default) রেখে। Quick Format সিলেক্ট রেখে Start এ Click করুন।
এখন আপনার বুট করার প্রসেস শুরু হয়ে যাবে। Process শেষ হলে Ready দেখাবে। Close এ Click করুন ।
এখন আপনার Pen drive টি Bootable । আসা করি আপনি সফল হয়েছেন। বুঝতে কোন সমস্যা হলে Comment করুন।
বোট করার উপকারিতা কি?
Pendrive boot করে Operating system Comupter এ ইনস্টল করা হয়।