শাওমি তাদের নিজস্ব ক্যালকুলেটর অ্যাপ মি ক্যালকুলেটর অ্যাপটির আপডেট ভার্শন (১০.১.০) রিলিজ করেছে। এই ভার্শনে যোগ করা হয়েছে বেশ কিছু কাজের ফিচার।
ক্যালকুলেটর অ্যাপটিতে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন Life নামে নতুন একটি সেকশন এড হয়েছে। এখানে প্রথমেই তিনটি নতুন অপশন দেয়া হয়েছে।
BMI:- BMI মানে হচ্ছে Body Mass Index. এটি হিসাব করতে কোন মানুষের ভরকে তার উচ্চতার বর্গ (মিটারে) দিয়ে ভাগ করা হয়। এর মাধ্যমে আপনার উচ্চতা অনুযায়ী ভর (সাধারণভাবে আমরা যাকে ওজন বলে থাকি।তবে ভর ও ওজনের মধ্যে বেস পার্থক্য বিদ্যমান। ) ঠিক আছে কিনা তার একটা আনুমানিক হিসাব পাওয়া যায়। মি ক্যালকুলেটর এর নতুন ফিচারটির ফলে আপনি এই হিসাব খুব সহজেই করতে পারবেন। আপনার ভর এবং আপনার উচ্চতা (সেন্টিমিটার) ইনপুট দিলেই ক্যালকুলেটর অ্যাপ এ ভেসে উঠবে আপনার BMI স্কোর। আপনাকে অ্যাপটিই বলে দিবে আপনার ভর স্বাভাবিক কি না!
(নোট- ১ ইঞ্চি=২.৫৪ সেঃমিঃ)
Age:- এই অপশন টি বেশ কাজের। এখানে আপনি আপনার জন্ম তারিখ, মাস, বছর ইনপুট দিলে ক্যালকুলেটর আপনার বয়স সম্বন্ধে অনেকগুলো তথ্য দিবে। আপনার পুর্ণাঙ্গ বয়স (মাস দিন সহ), আপনার বয়স কত বছর, মোট বয়স কত মাস, কত ঘন্টা, কত মিনিট সব দেখতে পাবেন আপনি ক্যালকুলেটর অ্যাপটির মাধ্যমে। চাকুরীর জন্য বা অন্য কোন যায়গায় আবেদন করতে গেলে পূর্নাঙ্গ বয়স জানতে চায়। এক্ষেত্রে এই ফিচারটি আপনাকে সাহায্য করতে পারে।
Discount:- অনেক সময় বিভিন্ন যায়গায় মূল্যছাড় দিয়ে থাকে। চট করে এই হিসাব টা করা একটু কষ্ট বটে। তো এই ফিচারটি আপনার এই কাজটি খুব সহজে করে দিতে পারে। আপনি শুধু পণ্যটির দাম উল্লেখ করবেন এবং কত শতাংশ ছাড় সেটা ইনপুট দিবেন। ব্যাস, ইনপুট দেয়ার পর পণ্যটির দাম কতো হলো এবং আপনার কত টাকা বাঁচলো ক্যালকুলেটর সেটি হিসেব করে দেখিয়ে দিবে।
ভালো থাকুন। এমন সব নতুন ফিচার জানতে দেশী ড্রয়েড-এর সাথেই থাকুন।