আমেরিকা-এর সাথে চায়নার বেস কিছু বাণিজিক চুক্তি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের মধ্যকার বাণিজ্যিক পরিস্থিতি অস্থিতিশীল হতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে অন্যতম গ্লোবাল মোবাইল ব্রান্ড হুয়াওকে ব্যান করা হয় আমেরিকাতে।
এর পর-পরই গুগল হুয়াওয়ের সাথে বেস কিছু ব্যবসায়ীক চুক্তি বাতিল করে। যার মধ্যে অন্যতম হল তুমুল জনপ্রিয় অপেরাটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের ভার্সন ও সিকিউরিটি প্যাচ আপডেট এবং গুগলের সার্ভিস বন্ধ করে দেওয়া।
এটা কেবল কাগজে-কলমে এবং নিউজ পোর্টালগুলোতে সীমাবদ্ধ থাকলেও বাস্তবিক পদক্ষেপ স্বরূপ গুগল অ্যান্ড্রোয়েডের ওয়েব সাইট থেকে Mate X ও Huawei P30 Pro ডিভাই দুটিকে সরিয়ে ফেলে।
পূর্বে হুয়াওয়ে P30 pro কে তাদের ডিভাস লিস্টে দেখা গিয়েছিল যেটি এখন আর নেই।