বাজারে হাইপ তোলা ইয়ারফোনগুলার মধ্যে KZ HD9 অন্যতম। আসুন আজকে HD9 নিয়ে প্যাঁচাল পাড়ি।
আনবক্সিংঃ
প্যাকেজিং তো এনভাইরনমেন্টাল ফ্রেন্ডলি, মানে শক্ত কাগজের আর কি। একটু হার্ড কাগজের তৈরি আয়তাকার বক্সের মধ্যে হেডফোনটি প্লেস করা। সাথে ২জোড়া এক্সট্রা ইয়ারবাডস রয়েছে।
বেসিক ইনফরমেশনঃ
☼ ৮মি.মি. Hi-Fi Certified অডিও ড্রাইভার।
☼ ওভার দ্য ইয়ার শেপের ইয়ারফোন হওয়ার কানের গভীর পর্যন্ত যায়। বাট চাইলে সাধারণ ইয়ারফোন গুলার মতোও ব্যবহার করা যায়।
☼দেখতে পুরাই স্পোর্টি ইয়ারফোন গুলার মত। প্লাস্টিক ইয়ারফোনটিকে প্রিমিয়াম Glossy ফিনিশিং দেওয়া হয়েছে।
☼ ১.২ মিটার লম্বা তারটি পুরোটাই রাবার এর প্রোটেকশনে আবৃত। তাই ডিউরাবিলিটি নিয়ে টেনশন করার কিছু নাই।
☼ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি ওয়াই স্প্লিটারের সামান্য উপরে প্লেস করা। সাথে আছে ইউনিভার্সাল বাটন কন্ট্রোল (প্লে-পজ, নেক্সট সং, কল রিসিভ-এন্ড, এসিস্টেন্ট)।
☼ ৩.৫মি.মি জ্যাকটি গ্লোড প্লেটেড ও স্ট্রেইট রিলিফ প্রটেকশন যুক্ত।
☼ওয়াই স্প্লিটার ও প্রতিটি সেনসিটিভ জায়গায় স্ট্রেইট রিলিফ প্রটেকশন রয়েছে।
☼ ব্লাক ও হোয়াইট – এই ২টি কালারে পাওয়া যায়।
সাউন্ড কোয়ালিটিঃ
এইটা একটা ব্যালেন্স ইয়ারফোন। ভোকাল লাভারদের ফার্স্ট চয়েজ হওয়া উচিত এইটা। ভোকাল মারাত্মক রকমের ক্লিয়ার, কিছু কিছু জায়গা বাদে মিড সাউন্ড পুরাই অস্থির। টেরিবল এর কোনো ঘাটতি নাই, বেজ ও পাঞ্চিনেস ডিসেন্ট লিভেলের। পাঞ্চিনেস টা আরেকটু ভালো হলে এইটা 🔥Budget Beast🔥 এর খেতাব পেয়ে যেত। ফুল সাউন্ড দিলে ডিস্টরশন দেখা না দিলেও একটা গ্রুমিনেস ইফেক্ট দেখা যায়। মিডিয়াম সাউন্ড দিলে কোনো সমস্যা পাওয়ার কথা না।
তো প্যাঁচাল বন্ধ করে সোজা কথায় আসি। আপনার বাজেট যদি ৳৫০০ এর আশেপাশে হয়, আর আপনি যদি ভোকাল লাভার হন, তাহলে আপনার বাজেটের সেরা চয়েজ এইটা। প্রাইজ শপভেদে পরিবর্তন হবে স্বাভাবিক। তাই প্রাইজ টা আপনার উপরই থাকলো। তবে হেডফোন যে শুধু ভোকাল লাভার দের জন্যে তা ঠিক নয়। বেজ ইয়ারফোনের তুলনায় এইটার বেজ সামান্য কম, তা বলে অতো কম যে তা নয়। এক কথায় এটি একটি ব্যালেন্সড ইয়ারফোন।
আল্লাহ হাফিয। রিভিউটি ভাল লাগনে শেয়ার দিতে ভুলবেন না!