ইন্টারনেট এসে যোগাযোগ ব্যাপারটাকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। এখন দূর থেকে শুধু কথা বলাই না, একজন অপরজনকে দেখতেও পারেন ভিডিও কল এর মাধ্যমে।
ভিডিও কল করার জন্য অনেক অ্যাপ আছে। ব্যাবহার প্রক্রিয়া কিংবা নিরাপত্তার উপর ভিত্তি করে মানুষ তার পছন্দের অ্যাপটি বেছে নেয়।
সম্প্রতি টেলিকম অপারেটর “রবি” তাদের ফেসবুক পেইজে একটি পুল দেয়। পুলটি ছিলো যে গ্রাহকগণ ভিডিও কলিং এর জন্য কোন অ্যাপটি পছন্দ করেন! অপশন ছিলো স্কাইপ ও ইমো। পুলে ভোট দেয় প্রায় সতেরো হাজার মানুষ। তাদের মধ্যে ৭৩ শতাংশ মানুষ ইমোকে তাদের পছন্দের অ্যাপ হিসেবে বেছে নেয়। বাকি ২৭ শতাংশ মানুষ স্কাইপ-এ ভোট দেয়।
নিরাপত্তা জনিত ঝুঁকি থাকার পরও ইমোকে বেছে নেয়ার কারণ হতে পারে অ্যাপটির সোজাসাপ্টা ইন্টারফেস।
ভয়েস কল/ভিডিও কল এর জন্য আপনার পছন্দের অ্যাপ কোনটি? কমেন্ট করে
জানাতে পারেন আমাদের।