দেশের গ্রাহকদের জন্য আকর্ষনীয় অফার নিয়ে এসেছে মোবাইল ব্র্যান্ড ইউমিডিজি। তাদের S2 Lite ফোনটি শপারু থেকে পাওয়া যাচ্ছে ৩০০০ টাকা কমে ১২৯৯০ টাকায়।
ফোনটি পাওয়া যাচ্ছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্শনে। লাল ও কালো এই দুইটি কালারে পাওয়া যাবে ফুল মেটাল এই ফোনটি।
৭২০X১১৪০ পিক্সেলের ৬ ইঞ্চি ১৮ঃ৯ রেশিওর এই ফোনটিতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যটারি।
এই দামে ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র শপারু তে।