আপনার ফোনের জন্য MIUI 13 কবে পাবেন?

শাওমি ইউজাররা বারাবরই অ্যান্ড্রয়েড ভার্শন আপগ্রেডের থেকে শাওমির নিজের স্কিন MIUI  এর আপগ্রেডের জন্য অপেক্ষা করে থাকে। কারন শাওমি নিজেরা তাদের UI এ সব সময় নতুন কিছু নিয়ে আসে যার সাথে এন্ড্রয়েডের খুব অল্পই থাকে। বেশিরভাগ সময় MIUI এন্ড্রয়েড এর ফিচার না দিয়ে তাদের নিজেদের ফিচার বেশি যুক্ত করে। হেভিলি মডিফাইড স্কিন হবার কারনেই অবশ্য এমনটা হয়। যার কারনে MIUI এ পিউর এন্ড্রয়েডের স্বাধ ও পাওয়া যায়না। তাই শাওমি স্মার্টফোন ইউজাররা সব সময় MIUI এর আপডেটের জন্য অপেক্ষা করে। আর তাদের জন্য আজকে আছে সুখবর। কারন শাওমি আজকেই নিয়ে আসছে তাদের UI এর নতুন আপডেট MIUI 13। আর বেশ কয়েকটি ডিভাইস আজকেই পেয়ে যাবে এর স্টেবল ভার্সন । তো চলুন দেখা যাক কে কবে MIUI13 এর আপডেট পাবে।

MIUI13 আপডেট
MIUI13 আপডেট

আমি কবে পাব MIUI13 আপডেট?

আপাতত সবার মনে একটাই প্রশ্ন যে কবে আমার ফোনে MIUI 13 আপডেট আসবে। যদিও শাওমি আজকে তাদের ইউআই এর আপডেট রিলিজ করবে, তবে সব ফোন আজকে তা পাবেনা। কিন্তু ছয়টি ফোন আজকেই MIUI13 এর স্টেবল ভার্শন পাবে । যদিও চাইনিজ ভার্শন, তাও বাগ কম থাকবে আশা করা যায়।

আজকে, ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে শাওমি তাদের MIUI ১৩ রিলিজ করবে। চলুন দেখে নেই কে কে আজকে আপডেট পাবে।

২৮ ডিসেম্বর, প্রথম দিন যারা স্টেবল আপডেট পাবেনঃ

  1. Mi Mix 4 V13.0.1.0.SKMCNXM
  2. Mi 11 Ultra V13.0.1.0.SKACNXM
  3. Mi 11 V13.0.1.0.SKBCNXM
  4. Mi 11 Lite 5G V13.0.1.0.SKICNXM
  5. Redmi K40 Pro / Plus V13.0.1.0.SKKCNXM
  6. Redmi K40 V13.0.1.0.SKHCNXM

এই ছয়টি ডিভাইস আজকেই তাদের ফোনে MIUI 13 এর সাথে Android 12 ও পাবে।

২৮ ডিসেম্বর যারা বেটা আপডেট পাবেনঃ

  1. Mi Mix 4
  2. Mi 11 Ultra / Pro
  3. Mi 11
  4. Mi 11 Lite 5G
  5. Xiaomi Civi
  6. Mi 10 Pro
  7. Mi 10S
  8. Mi 10
  9. Mi 10 Ultra
  10. Mi 10 Youth Edition
  11. Mi CC 9 Pro / Mi Note 10
  12. Mi Tab 5 Pro 5G
  13. Mi Tab 5 Pro
  14. Mi Tab 5
  15. Redmi K40 Pro / Pro+ / Mi 11i / Mi 11X Pro
  16. Redmi K40 / POCO F3 / Mi 11X
  17. Redmi K40 Gaming / POCO F3 GT
  18. Redmi K30 Pro / POCO F2 Pro
  19. Redmi K30S Ultra / Mi 10T
  20. Redmi K30 Ultra
  21. Redmi K30 5G
  22. Redmi K30i 5G
  23. Redmi K30 / POCO X2
  24. Redmi Note 11 5G / Redmi Note 11T
  25. Redmi Note 11 Pro / Pro+
  26. Redmi Note 10 Pro 5G / POCO X3 GT
  27. Redmi Note 10 5G / Redmi Note 10T / POCO M3 Pro
  28. Redmi Note 9 Pro 5G / Mi 10i / Mi 10T Lite
  29. Redmi Note 9 5G / Redmi Note 9T 5G
  30. Redmi Note 9 4G / Redmi 9 Power / Redmi 9T
  31. Redmi 10X 5G
  32. Redmi 10X Pro

এই ফোনগুলি আজকে বেটা ভার্শনের আপডেট পাবেন, তবে Android 12 এর নিশ্চয়তা  নেই।

এছাড়াও বাকি কোন ফোন কবে আপডেট পাবে তার ছবি xiaomiui তাদের টুইটারে প্রকাশ করেছে। চলুন দেখে নেইঃ

তো আজকে ৭ঃ৩০ বাংলাদেশ সময়ে রিলিজ হতে যাচ্ছে শাওমির মিইউআই ১৩, শাওমির মতে তাদের এই ভার্সন আগে থেকে অনেক লাইট ও ফাস্টার হবে।  তবে বাগ কেমন হবে তা নিয়ে তো টেনশন থেকেই যায়, নাকি ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Previous Post

আবারো আটকে গেলো Samsung OneUI 4 এর পাবলিক রোলআাউট

Next Post

পোকো আনছে তাদের সর্ব প্রথম স্মার্ট ওয়াচ

Related Posts

জেনে নিন MIUI এর কিছু এক্সক্লুসিভ ফিচার সম্পর্কে (পর্ব-১)

আমরা যারা শাওমি ফোন চালাই বা নতুন করে চালানোর প্লান আছে তারা সবাই কম বেশি MIUI এর নাম…
পড়ুন

জেনে নিন MI ক্যালকুলেটরের নতুন ফিচার

শাওমি তাদের নিজস্ব ক্যালকুলেটর অ্যাপ মি ক্যালকুলেটর অ্যাপটির আপডেট ভার্শন (১০.১.০) রিলিজ করেছে। এই ভার্শনে যোগ করা হয়েছে…
পড়ুন